‘অপরাজেয় সামরিক বাহিনী’ গড়তে চাম কিম জং উন
একটি ‘অপরাজেয় সামরিক বাহিনী’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতির মুখে এমন ইচ্ছার কথা জানালেন কিম।
কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন আত্মরক্ষার জন্য, যুদ্ধ শুরুর জন্য নয়। খবর বিবিসির।
একটি বিরল প্রতিরক্ষা প্রদর্শনীতে বিভিন্ন ধরনের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র পরিবেষ্টিত অবস্থায় কিম জং উন এসব মন্তব্য করেন। উত্তর কোরিয়া সম্প্রতি নতুন হাইপারসনিক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার দাবি করেছে।
এরই মধ্যে দক্ষিণ কোরিয়া তাদের নিজেদের তৈরি ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ‘আত্মরক্ষা ২০২১’ প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে কিম দক্ষিণ কোরিয়ার সমরাস্ত্র নির্মাণের কথা উল্লেখ করে জানান, উত্তর কোরিয়া তার প্রতিবেশীর সঙ্গে লড়াই করতে চায় না।
কিম বলেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধ করার কথা আলোচনা করছি না, বরং আক্ষরিক অর্থে যুদ্ধকে প্রতিরোধ করতে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি।’
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছেন কিম। যুক্তরাষ্ট্র শত্রুভাবাপন্ন নয়, উত্তর কোরিয়ার এমন বিশ্বাস করার মতো ‘কোনো আচরণগত ভিত্তি’ নেই বলে অনুযোগ করেন তিনি।