‘অবন্ধুসুলভ’ দেশগুলোর কাছে রুশ মুদ্রায় গ্যাস বিক্রি করবেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর কাছে রুশ মুদ্রা রুবলে গ্যাস বিক্রি শুরু করবে মস্কো। বিদেশে রাশিয়ার সম্পদ জব্দ হওয়ার কারণে আস্থা নষ্ট হয়ে যাওয়ার পর এ ঘোষণা দিলেন পুতিন।
বুধবার রুশ সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ কথা বলেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুতিন বলেন, ‘আগে সই করা চুক্তি অনুসরণ করে রাশিয়া অবশ্যই ভলিউম ও মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। এই পরিবর্তন শুধু অর্থপ্রদানের মুদ্রার বিষয়ে হবে। মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল ব্যবহার করা হবে।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, কীভাবে বিষয়টি কার্যকর করা যায়, সে বিষয়ে সমাধান বের করতে রুশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এক সপ্তাহ সময় পাবে। গ্যাস জায়ান্ট গ্যাজপ্রমকে গ্যাস চুক্তিতে মুদ্রার বিষয়ে পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হবে।
‘আমাদের অভ্যন্তরীণ মুদ্রা বাজারে রাশিয়ান রুবল অর্জনের জন্য সব বিদেশি ক্রেতাদের জন্য অর্থপ্রদানের একটি বোধগম্য ও স্বচ্ছ পদ্ধতি তৈরি করা উচিত,’ যোগ করেন পুতিন।