আগাম জামিন নিতে বোরকা পরে আদালতে সরফরাজ!
একটি অপহরণ মামলায় অন্তবর্তীকালীন জামিন নিতে বোরকা পরে আদালতে হাজির হন এক ব্যক্তি। পরে পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার পাকিস্তানের লাহোর হাইকোর্টে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম আরি নিউজ জানায়, বোরকা পরে জামিন নিতে আসা ওই ব্যক্তির নাম সরফরাজ। তার বেশভুষা দেখে সন্দেহ হওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসে আসল সত্য।
লাহোরের মিশ্রি সাহা এলাকায় বিয়ে করেছিলেন সরফরাজ। কিন্তু মেয়ের পরিবার তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে। এদিন সেই মামলায় আগাম জামিন নিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সরফরাজ।
পুলিশকে সরফরাজ বলেন, মেয়ের পরিবারের সঙ্গে সংঘাত ও গ্রেপ্তার এড়াতে বোরকা পরে আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, সরফরাজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।