আজভস্টলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আলটিমেটাম রাশিয়ার
ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় অবস্থানরত সেনা ও বিদেশি যোদ্ধাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, যদি তারা জীবিত থাকতে চায় তাহলে মঙ্গলবার দুপুরের (জিএমটি সময় ০৯০০) মধ্যে তাদের আত্মসমর্পণ করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
কয়েক সপ্তাহ ধরে মারিউপোল অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলার পর থেকেই শহরটিতে তুমুল লড়াই ও ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালিত হয়েছে।
সোমবার ইউক্রেন জানিয়েছে, তাদের এক হাজারেরও কম বেসামরিক নাগরিক আজভস্টল কারখানার ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। অবরুদ্ধ শহরের ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন কারখানায় রাশিয়া ভারী বোমা বর্ষণ করছে বলে ইউক্রেন কর্তৃপক্ষ অভিযোগ করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে কারখানার অভ্যন্তরে থাকা ইউক্রেনীয় সেনা ও বিদেশি যোদ্ধাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে।
এতে বলা হয়েছে, যারা অস্ত্র সংবরণ করতে তাদের জীবিত রাখার নিশ্চয়তা দেওয়া হবে।
মস্কোর সময় ২ থেকে ৪টার মধ্যে স্টিল কারখানার সেনাদের আত্মসমর্পণ করার সময় বেঁধে দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী জানায়, তারা আজভস্টল কারখানা নিয়ন্ত্রণ যতদ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করছে।