আদালতের নির্দেশে পুনঃনিরীক্ষা : বিহারে করোনায় মৃতের সংখ্যা বাড়ল ৭৩ শতাংশ
ভারতের উচ্চ আদালতের নির্দেশে ভালোভাবে যাচাই করার পর দেশটির বিহার রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে গেল ৭২.৮৪ শতাংশ। সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
বিহারের ৩৮টি জেলার কোভিডে মৃত্যুর হার যাচাই করে দেখেছে স্বাস্থ্য দপ্তর। তারপরই করোনায় মৃতের হিসাব বেড়ে গেল রাতারাতি। গত ১৮ মে পাটনা হাইকোর্টের নির্দেশের পর কার্যত নড়েচড়ে বসে বিহার সরকার। এরপরই বিহার সরকারের স্বীকারোক্তি, আগের সংখ্যার সঙ্গে আরও তিন হাজার ৯৫১টি মৃত্যু যোগ হয়েছে, যেগুলো হিসাবের মধ্যে ছিল না এতদিন।
আগের দিন বিহারে যেখানে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ছিল পাঁচ হাজার ৪২৪ জন, সেখানে পরের দিন ভালোভাবে যাচাই করার পর তা হয়ে গেল ৯ হাজার ৩৭৫ জন। তবে বিহার সরকারের অতিরিক্ত সচিবের দাবি, বেসরকারি হাসপাতালে, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে, হোম আইসোলেশনে এবং কোভিড পরবর্তী ক্ষেত্রে নানা জটিলতার জেরেই যাদের মৃত্যু হয়েছে, সে হিসাবগুলো আগে ধরা হয়নি।
কোভিডে মৃত্যু সংক্রান্ত হিসাব যথাযথ করার জন্য বিহার সরকার একটি কমিটি গঠন করে। এরপরই দেখা যাচ্ছে, ভালোভাবে যাচাই করতেই কোভিডে মৃত্যুর সংখ্যা এক লাফে বেড়ে গেছে। আগে যেগুলো ধরা হতো না, সেগুলোও হিসাবের মধ্যে ধরতে কার্যত বাধ্য হয়েছে বিহার সরকার।
বিহারের অন্তত চারটি জেলায় দেখা যাচ্ছে রাতারাতি হিসাব ২২২ শতাংশ বেড়ে গিয়েছে। রাজধানী পাটনায় এই হিসাব বেড়েছে ৮৭.৪৮ শতাংশ। গত ৭ জুন যেখানে মৃত্যুর সংখ্যা বলা হচ্ছিল এক হাজার ২২৩ জন, সেখানে ৮ জুন দেখা যাচ্ছে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৯৩ জনে।
প্রশ্ন উঠছে, তাহলে কি ক্ষতিপূরণ দিতে হবে আশঙ্কায় মৃত্যু হার কমিয়ে দেখানো হচ্ছিল? এদিকে, গোটা ঘটনায় গাফিলতি হলে কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিহার সরকার।