আন্তর্জাতিক বিচার আদালতে ইউক্রেনের মামলার শুনানি বয়কট রাশিয়ার
মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইউক্রেনের করা মামলার শুনানি বর্জন করেছে রাশিয়া।
রাশিয়ার আইনি প্রতিনিধিত্ব ছাড়াই আজ সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলাটির শুনানি শুরু হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রতিনিধি আন্তন কোরিনেভিচ বলেছেন, 'রাশিয়া এখানে এই আইনের আদালতে নেই। কিন্তু তারা আমার দেশের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে আক্রমণাত্মক যুদ্ধ চালাচ্ছে।'
তিনি রাশিয়াকে অস্ত্র জমা দেওয়ার এবং প্রমাণ উপস্থাপন করার আহ্বান জানান।
গত ২৭ ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় জানান, রাশিয়ার বিরুদ্ধে আইসিজেতে মামলার আবেদন জমা দিয়েছে ইউক্রেন।
তিনি বলেন, 'আগ্রাসনকে ন্যায্যতা দিতে গণহত্যার ধারণাকে কাজে লাগানোয় রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা এখনই রাশিয়ার সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিতে জরুরি সিদ্ধান্তের অনুরোধ করছি এবং আগামী সপ্তাহে বিচার শুরু হবে বলে আশা করছি।'
হেগভিত্তিক আইসিজে জাতিসংঘের শীর্ষ আদালত। কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কি না সে বিষয়ে এই আদালত সিদ্ধান্ত নেন।