আফগানিস্তানের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান রশিদ খানের
দিন যত গড়াচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি তত খারাপ হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দেশটির পরিস্থিতি খারাপ হতে শুরু করে।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, একটার পর একটা শহর তালেবানের দখলে চলে যাওয়ার খবর শোনা যাচ্ছে। সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই চলছে সে দেশজুড়ে। এরই মধ্যে দেশটির আটটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান।
এমন পরিস্থিতিতে দেশকে বাঁচাতে বিশ্বনেতাদের উদ্দেশে কাতর অনুরোধ জানালেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান।
এক টুইটে রশিদ খান বলেন, ‘প্রিয় বিশ্বনেতারা, আমার দেশ এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। প্রতিদিন হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ঘর-বাড়ি ও সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন বিশৃঙ্খলার মধ্যে ফেলে রাখবেন না। আফগানদের হত্যা এবং আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন। আমরা শান্তি চাই।’
আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে শুরু হয়েছে তালেবানের অভিযান। আফগানিস্তানজুড়ে তালেবান মোকাবিলা করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সরকারের পক্ষে। প্রতিদিন নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। ঘরছাড়া হচ্ছে বহু মানুষ।
দেশটির পশ্চিম প্রান্তের গ্রামাঞ্চলের পুরোটাই তালেবানের দখলে চলে গেছে। কার্যত উদ্বাস্তু হয়ে মানুষ কাবুলে গিয়ে ভিড় জমাচ্ছে। রাস্তায়, পার্কে কোনও রকমে মাথা গোঁজার ঠাঁই খুঁজছে তারা।