আফগানিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ২৬
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী এবং চারটি শিশু রয়েছে বলে জানা গেছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
বাঘদিস প্রদেশের কাদিস জেলার কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ায় এর বাসিন্দারা নিহত হয়েছেন এবং আরও চার জন আহত হয়েছেন বলে জানান তালেবান সরকারের প্রাদেশিক মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি।
ভূমিকম্পে সাত শতাধিক ঘরবাড়ি ধসে গেছে বলে জানান বাদঘিস প্রদেশের জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তা মুল্লাহ জাহান সায়েক। প্রদেশের নতুন রাজধানী কালা-ই-নাও’র কিছু ভবনও ধসে পড়েছে।
সোমবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের ঘণ্টা দুয়েক পর ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূকম্পণ অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ভূমিকম্পটি ভূগর্ভের ৩০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।
২০১৫ সালের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে প্রায় ২৮০ জনের প্রাণহানি ঘটে। ভূমিকম্পের সময় একটি স্কুল ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১২ জন ছাত্রীর মৃত্যু হয়েছিল। সেবারের ভূমিকম্পে পাকিস্তানেও বেশকিছু মানুষ নিহত হয়েছিল।