আবারও কিয়েভে ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র
রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে। এতে দুজন আহত হয়েছেন ও বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সিএনএনের।
স্থানীয় সময় আজ সোমবার ভোরে রাশিয়া এ হামলা চালিয়েছে বলে জানায় কিয়েভের সামরিক প্রশাসন।
এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, আমাদের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযুক্তিবিদরা বিদ্যুৎ এবং তাপ সরবরাহ স্থিতিশীল করার জন্য কাজ করছেন।
দেশটির কর্তৃপক্ষ জানায়, এদিন সকালে ইউক্রেনীয় এয়ার ডিফেন্স নয়টি রুশ ড্রোন ভূপাতিত করেছে।
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর শুক্রবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত হানার পর এটি আরেকটি বড় হামলা। এতে অনেক মানুষকে বিদ্যুৎ ও তাপ ছাড়াই থাকতে হচ্ছে।