‘আব্বাজান’ মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত, যোগী আদিত্যনাথের বিচার চেয়ে পিটিশন
এক বক্তব্যে ‘আব্বাজান’ শব্দের ব্যবহার নিয়ে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করা হয়েছে। তামান্না হাশমি নামের এক সমাজকর্মী গতকাল সোমবার বিহার রাজ্যের মুজাফফরপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এই পিটিশন করেন। বিজেপিনেতা যোগীর মন্তব্যে মুসলিম সম্প্রদায়কে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যোগী আদিত্যনাথ গত রোববার উত্তরপ্রদেশের কুশীনগরে এক অনুষ্ঠানে রেশন দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, “আপনারা রেশন চান? ২০১৭ সালের আগে কি এই রেশন পাওয়া যেত? তখন তো ‘আব্বাজান’ বলা ব্যক্তিরা রেশন হজম করতেন। সে সময় কুশিনগরের রেশন বাংলাদেশ ও নেপালে পৌঁছে যেত। আজ যদি কেউ গরীবের রেশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে জেলে যেতে হবে। আমরা এই অঙ্গীকার নিয়ে কাজ করছি।”
যোগী আদিত্যনাথের এমন বক্তব্যের পরই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
সমাজকর্মী তামান্না হাশমি জানান, তিনি মুসলিম সমাজের একজন হয়ে যোগীর এমন মন্তব্যে আঘাত পেয়েছেন এবং অপমানিত হয়েছেন। তিনি চান যোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে, এর আগেও অনেক রাজনীতিকের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন তামান্না হাশমি। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় যোগীর বিচার দাবি করেছেন তিনি।