‘আমি এখন সেলেব্রিটি, আর বাদাম বিক্রি করব না’
‘কাঁচা বাদাম’-এর বিপুল জনপ্রিয়তার পর বেচাকেনার দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন ভাইরাল এ গানের গায়ক ভুবন বাদ্যকর। আর বাদাম বিক্রি করবেন না বলে জানিয়েছেন ভারতের বীরভূমের এই কাঁচা বাদাম বিক্রেতা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভুবন বাদ্যকর বলেন, ‘মানুষ আমার গানে নাচছে। সুতরাং আপনি ধরে নিতে পারেন, আমি এখন সেলেব্রিটি হয়ে গেছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর, আপনাদের কাছে যখন পৌঁছে গেছি, তখন আর আশা করি বাদাম বিক্রি করতে হবে না।’
দেশে-বিদেশে ভুবনের ‘কাঁচা বাদাম’ ছড়িয়ে পড়েছে। আফ্রিকা থেকে দক্ষিণ কোরিয়া, নানা দেশের মানুষ এ গানের ছন্দে নেচে জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই ‘বাদাম বাদাম’-এর রমরমা অবস্থা চোখে পড়তে বাধ্য।
নিজের গান এভাবে ছড়িয়ে পড়ায় কপিরাইটের দাবিতে সরব হয়েছিলেন ভুবন বাদ্যকর। এবার ‘গোধূলিবেলা’ নামের এক মিউজিক কোম্পানি ভুবনের সে দাবি পূরণে এগিয়ে এসেছে। বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভুবন বাদ্যকরকে সংবর্ধনাও দেওয়া হয়। স্বাক্ষর হয় চুক্তিপত্রও। তিন লাখ রুপির চুক্তি হয়েছে। যেখানে দেড় লাখ রুপির চেক তুলে দেওয়া হয় ভুবনের হাতে। পরে আরও দেড় লাখ দেওয়া হবে।
ভুবন বাদ্যকর বলেন, ‘আমার স্বপ্ন ছিল গায়ক হওয়ার, কিন্তু আর্থিক সমস্যার কারণে আমাকে পরিবারের দায়িত্ব নিতে হয়েছে। তবে, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমি এখন বুঝতে পেরেছি—আমি কী অর্জন করতে পারি। মানুষ এখন পর্যন্ত তাদের জনপ্রিয়তার জন্য আমার গান ব্যবহার করছে, কিন্তু আমি কিছুই পাইনি। আমি আশা করি, এ অবস্থা এখন বদলাবে। আমি এরই মধ্যে মুম্বাই, দিল্লি থেকে অফার (প্রস্তাব) পাচ্ছি। এমনকি আমি বাংলাদেশ থেকে রেকর্ডিংয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু, আমার স্ত্রী চায় না আমি সেখানে যাই। তবুও আমি খুশি যে আমার সংগ্রাম, আমার পরিশ্রম এখন স্বীকৃতি পাচ্ছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম…।’ গানের জনপ্রিয়তা এখনও তুঙ্গে। ফেসবুক হোক কিংবা রিলস, সর্বত্র কান পাতলে শোনা যাচ্ছে ভুবন বাদ্যকরের গান। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ভুবন বাদ্যকর। তাঁর গানের তালে কোমর দুলিয়ে বাংলাদেশি তরুণীদের নাচ ভাইরাল হয়েছে। প্রচুর রিলসও তৈরি হয়েছে।