আর্জেন্টিনায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির সান অ্যান্টোনিও ডি লস কবরেস থেকে ৪২ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে আঘাত হানে এই কম্পন। রোববার (১০ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টায় কম্পনটি অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২৪.০২ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং ৬৬.৬৭২৩ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে ভূগর্ভের ২০২.৭৭ কিলোমিটার গভীরে।
উল্লেখ, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রায়ই এমন শক্তিশালী মাপের ভূমিকম্প আঘাত হানে।