আসিয়ান দেশগুলো যেন ক্ষমতাধরদের দাবার গুটি না হয় : চীন
দক্ষিণপূর্ব এশিয়ার দেশসমূহের জোট আসিয়ানের সদস্য দেশগুলো যেন বিশ্ব ক্ষমতাধরদের দাবার গুটি না হয়, এমন সতর্কবার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি। ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ সোমবার আসিয়ানের প্রধান কার্যালয়ে নীতিনির্ধারণী এক সভায় বক্তৃতাকালে এমন সতর্কবার্তা দেন তিনি। সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এ অঞ্চলের অনেক দেশই পক্ষ নেওয়ার চাপে রয়েছে। আমাদের উচিত এ অঞ্চলকে ভূরাজনৈতিক হিসাবনিকাশ থেকে বাইরে রাখা। বড় বড় ক্ষমতাধরদের দাবার গুটি হওয়া থেকে বিরত থাকা জরুরি। এ অঞ্চলের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতে থাকা উচিত।’
আসিয়ানের এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারকে রাখা হয়নি। মিয়ানমারকে বেসামরিক কাউকে পাঠানোর অনুরোধ করা হয়। মিয়ানমার তা প্রত্যাখান করলে মিয়ানমারের কাউকে না রেখেই বৈঠক আয়োজন চূড়ান্ত করে আসিয়ান জোট কর্তৃপক্ষ।
বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। তাই ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চীনের বিরোধের পরিপ্রেক্ষিতে এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। এর মধ্যেই বৈঠকে মিয়ানমারকে অংশ নিতে না দেওয়ার খবর জানানো হয়।