আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলে আজই ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন বেনেট
ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। নেসেটে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলে আজ রোববার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হবেন নাফতালি বেনেট। খবর জেরুজালেম পোস্টের।
বেনেটের মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া এবং নতুন সরকারের নির্দেশিকা তুলে ধরার মধ্য দিয়ে নেসেটে বিশেষ অধিবেশন শুরু হবে রোববার রাতে। এর পর ইয়েশ আতিদ দলের প্রধান ইয়াইর লাপিদ বক্তব্য দেবেন।
এরপর নেতানিয়াহু ও ১৩টি দলের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। তারপর নেসেটে স্পিকারকে বদলানোর জন্য ভোট অনুষ্ঠিত হবে। তারপরই আয়োজিত হবে আস্থাভোট।
যদি নতুন জোট আস্থা ভোটে জিতে যায়, তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নাফতালি বেনেট। প্রথম দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন। পরের দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন ইয়াইর লাপিদ।
রোববার রাতেই নতুন সরকার প্রথম বৈঠকে মিলিত হবে। সোমবার প্রেসিডেন্টের বাসভবনে নতুন সরকারের আনুষ্ঠানিক ছবি তোলা হবে।
নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকবেন ইয়াইর লাপিদ। বেনি গান্টজ হতে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী। এভিগডোর লিবারম্যান হচ্ছেন অর্থমন্ত্রী। গিডেউন সার হবেন বিচার বিভাগের মন্ত্রী। মেরেভ মিখাইল হবেন পরিবহণমন্ত্রী এবং নিতজান হোরোভিটস দায়িত্ব নেবেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে।