ইইউ’র প্রস্তাবিত নিষেধাজ্ঞায় রাশিয়ার প্রধান ধর্মযাজক কিরিল
ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান ধর্মযাজক প্যাট্রিয়ার্ক কিরিলও রয়েছেন। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়ার বাইরে কিরিলের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কূটনীতিক গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স ও আল জাজিরার।
ইইউর প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার কালো তালিকায় শত শত সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীও রয়েছেন। ইইউ তাদের ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনকে সমর্থন দেওয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা দিচ্ছে। এ ছাড়া রাশিয়া থেকে তেল আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা কার্যকর হলে তা রাশিয়ার ওপর ইইউর’ ষষ্ঠ নিষেধাজ্ঞা হবে।
ইইউ’র নতুন এ পদক্ষেপের আওতায় সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নতুন এ নিধেষাজ্ঞা কার্যকরের জন্য ইইউর দেশগুলোর সমর্থন প্রয়োজন।
২৭ সদস্যের অর্থনৈতিক ও রাজনৈতিক এ জোটটি ঘোষণা দিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ বারের এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে ইইউ সদস্য দেশগুলো চলতি সপ্তাহে বসবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, এ নিষেধাজ্ঞার লক্ষ্য হবে ইউরোপের ক্ষতি কমিয়ে এনে রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করা।
ইউরোপীয় পার্লামেন্টে তিনি বলেন, এ পদক্ষেপ যুদ্ধে জড়িত মস্কোর অপরাধীদের জন্য একটি বার্তা। বার্তাটি হলো, ‘আমরা জানি, আপনি কে এবং আপনাকে জবাবদিহি করতে হবে।’