ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক দিল জার্মানি
ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান পাঠিয়েছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পর ১৮টি ট্যাংক পাঠানো হয়েছে। তিনি বিশ্বাস করেন, ট্যাংকগুলো সম্মুখ যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এছাড়া যুক্তরাজ্যের অত্যাধুনিক চ্যালেঞ্জার্স-২ ট্যাংকও এসে পৌঁছেছে বলে জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে লড়তে আরও আধুনিক যুদ্ধযান ও গোলাবারুদ পাঠানোর আহ্বান জানিয়েছে দেশটি।
ইউক্রেনের সরকার জার্মানির পাঠানো লেপার্ড-২ ট্যাংকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে, যুক্তরাজ্যের তৈরি চ্যালেঞ্জার্স-২ ট্যাংক পাওয়ার বিষয়টি নিশ্চত করেছে তারা।
ইউরোপের দেশগুলোতে প্রায় দুই হাজার লেপার্ড ট্যাংক রয়েছে। এই অত্যাধুনিক ট্যাংকগুলো ন্যাটোভূক্ত দেশগুলো তৈরি করে থাকে। প্রাথমিকভাবে ট্যাংক দেওয়ার ব্যাপারে জার্মানি সম্মত না হলেও গত জানুয়ারিতে সিদ্ধান্ত বদল করে দেশটি।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুতি অনুসারে আমাদের বন্ধু ইউক্রেনকে সময়মতো ট্যাংক সরবরাহ করতে আমরা সেগুলো তৈরি করেছি।’
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় সেনাদের অত্যাধুনিক লেপার্ড-২ এর অ্যাডভান্স এ৬ ট্যাংক চালাতে প্রশিক্ষণ দিয়েছে জার্মান সেনাবাহিনী।
অন্যদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ইরিনা জলোটার এএফপিকে বলেন, ‘ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে চ্যালেঞ্জার্স-২ ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে।’
যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তর অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে, সম্প্রতি ব্রিটেনে ইউক্রেনীয় সেনারা ট্যাংক চালানোর প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফিরেছে বলে নিশ্চিত করা হয়েছে।