ইউক্রেনকে সাঁজোয়া যান দিচ্ছে অস্ট্রেলিয়া, সামরিক সহায়তার আশ্বাস ইইউ’র
ইউক্রেনকে ২০টি সাঁজোয়া যান দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আজ শুক্রবার এ কথা জানিয়েছেন তিনি। খবর সংবাদমাধ্যম বিবিসির।
ফরাসি কোম্পানি থ্যালেসের তৈরি করা সাঁজোয়া যানগুলোতে ইউক্রেনের পতাকা আঁকাসহ জলপাই রঙ করা হয়েছে। এর মধ্যে দুটি অ্যাম্বুলেন্স-ভিত্তিক যান। সেগুলোতে রেডক্রসের প্রতীক যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য আরও ৫০ কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট চার্লস মিশেল গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন।
২০২১ সালে ইউরোপীয় পিস ফ্যাসিলিটি গঠন করা হয়। এটি ৫৬৯ কোটি ইউরোর একটি জরুরি তহবিল। এর ফলে ইইউ দ্রুত সামরিক অভিযানে অর্থায়ন এবং ইইউ’র নীতি অনুযায়ী শান্তি রক্ষা, সংঘাত প্রতিরোধ এবং আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করতে পারবে।