ইউক্রেনের জন্য আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রুশ সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য আগামী ২৪ ঘণ্টা (সোমবার) অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি। খবর আলজাজিরার।
ফোনালাপে বরিস জনসন ইউক্রেনে রুশ আগ্রাসনের পর জেলেনস্কি যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তার প্রশংসা করেন। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
বরিস জনসন ফোনালাপে জেলেনস্কিকে বলেছেন—যুক্তরাজ্য এবং তার মিত্রদের কাছ থেকে যেন ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তা পৌঁছে, তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য যথাসাধ্য করবে।
এ ছাড়া দুই নেতা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে বজায় রাখবেন বলেও জানান।