ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনাদের প্রবেশ
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনারা ঢুকে পড়েছে। শহরটির বিভিন্ন সড়কে এখন তুমুল লড়াই চলছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, প্রতিরোধ ভেঙ্গে রুশ সামরিক যান শহরটিতে ঢুকে পড়েছে। তাঁর বক্তব্যের আগেই একটি ভিডিও ফুটেজে উত্তর-পূর্বের এ শহরটির রাস্তায় বেশ কয়েকটি রুশ সামরিক যান চলাচল করতে দেখা যায়।
সিনেগুবভ পরে এ তথ্য নিশ্চিত করে জানান, রুশ সেনাদের শহরের কেন্দ্রে দেখা গেছে। বাসিন্দাদের ঘরের ভেতর থাকতেও বলেছেন তিনি।
‘আশ্রয়স্থান ছাড়বেন না। ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুদের নির্মূল করছে। বেসামরিকদের রাস্তায় না আসতে বলা হচ্ছে,’ বলেছেন তিনি।
রোববার রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর নোভা কাখোভকা দখলে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। শহরটি ছোট হলেও এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিপার নদীর তীরে অবস্থিত।
রুশ সেনারা শহরটির কার্যনির্বাহী কমিটির দখল নিয়েছে এবং বিভিন্ন ভবন থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে ফেলেছে শহরটির মেয়র ভলোদিমির কোভালেনকোর বরাত দিয়ে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম।
সমর বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ দিক থেকে অগ্রসর হওয়া রুশ সেনারা এখন পর্যন্ত সবচেয়ে বেশি সফলতার স্বাক্ষর রেখেছে; যে কারণে নোভা কাখোভকার পর খেরসন, মাইকোলাইভ ও মেলিতোপোলও পতনের মুখে রয়েছে।