ইউক্রেনের পোপাসনা শহর ‘নিয়ন্ত্রণে’, দাবি রমজান কাদিরভের
রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ দাবি করছেন, তাঁর যোদ্ধারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোপাসনা শহরের বেশির ভাগই নিয়ন্ত্রণে নিয়েছে। এ সাফল্যের পেছনে চেচেনের বিশেষ বাহিনীর অবদানের কথা তুলে ধরেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ রোববার এক প্রতিবেদনে জানায়, টেলিগ্রাম বার্তায় রমজান কাদিরভ বলেন, ‘চেচেন যোদ্ধারা তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে শহরের বেশিভাগ জায়গা নিয়ন্ত্রণে নিয়েছে।’
নিজেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন যোদ্ধা বলে দাবি করা রমজান কাদিরভ বলেন, ‘পোপাসনার প্রধান প্রধান সড়ক, কেন্দ্রীয় জেলাগুলো পুরোপুরি খালি করা হয়েছে।’
পোপাসনা ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনবাসের লুহানস্কে অবস্থিত। রমজান কাদিরভের এমন দাবি অবশ্য ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে, সেখানে প্রচণ্ড লড়াই চলছিল বলে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিখ।
দনবাসের লুহানস্ক ও দোনেৎস্কে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কিয়েভ। অভিযোগ রয়েছে, রুশ বাহিনী সেখানকার বেসামরিক নাগরিকদের ঘর-বাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক ইউক্রেনীয়।