ইউক্রেনের শরণার্থীদের সহায়তায় নোবেল পদক নিলামে তুলবেন রুশ সাংবাদিক
ইউক্রেনের শরণার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুতারভ। এ জন্য নিজের নোবেল পদক নিলামে তুলছেন তিনি।
নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হবে ইউক্রেনের শরণার্থী তহবিলে। মঙ্গলবার দ্য নোভায়া গেজেটা পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে দিমিত্রি মুতারভ এ কথা জানান। খবর রয়টার্সের।
মুতারভ গত বছর ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। মুতারভ দ্য নোভায়া গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক।
পত্রিকাটিকে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ইউক্রেনীয় শরণার্থীদের তহবিলে নোবেল শান্তি পুরস্কারের পদক অনুদান হিসেবে দেওয়া হবে।’
এ জন্য দিমিত্রি মুতারভ নিলাম হাউসগুলোকে বিশ্বের সম্মানজনক পুরস্কারের পদক নিলামে তোলার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে ক্রেমলিনের সমালোচক মুতারভ জরুরিভিত্তিতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। সেগুলো হলো ‘অস্ত্রবিরতি, বন্দিবিনিময়, মৃত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর, মানবিক করিডর বাস্তবায়ন এবং শরণার্থীদের পাশে দাঁড়ানো।’