ইউক্রেনের শহরে রুশ হামলা, নিহত ৫
পূর্ব ইউক্রেনের শহর স্লোভিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এস-৩০০ মডেলের ক্ষেপণাস্ত্রের এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৫ জন। শহরটির কর্তৃপক্ষের বরাতে আজ শুক্রবার (১৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
স্লোভিয়ানস্ক শহরের আঞ্চলিক গভর্নর বলেছেন, ‘শুক্রবারের হামলায় হতাহতের অনেক ঘটনা ঘটেছে। এ হামলায় এস-৩০০ মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী।’
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে গভর্নর পাভলো কিরিলেঙ্কো লেখেন, ‘রুশ বাহিনীর হামলায় পাঁচ অ্যাপার্টমেন্টের একটি সরকারি ভবন ও পাঁচটি বেসরকারি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা রয়েছে সাতজন।’
ক্ষতিগ্রস্ত ভবনের একটি ফুটেজসহ আরেক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লেখেন, ‘দুষ্টুরা আবারও তার সারমর্ম প্রদর্শন করেছে। দিবালোকে মানুষ হত্যা করছে তারা।’
ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন কিরিলেঙ্কো। স্লোভানিস্কের গভর্নর বলেন, ‘মেডিকেল টিম ও পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।’
স্লোভিয়ানস্ক তীব্র লড়াই চলা বাখমুতের নিকটবর্তী শহর। ইতোমধ্যে বাখমুতে পিছিয়ে গেছে ইউক্রেনীয় বাহিনী। বিষয়টি স্বীকারও করেছে কিয়েভ। বাখমুত দখল হলে স্লোভিয়ানস্কের দিকে হটতে পারে রুশ বাহিনী। পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ বাড়ানো এবং দনবাস অঞ্চলের বাহিনীগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা হিসেবে শহরটি দখল করতে চায় তারা।