ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহের হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি টুইট করেন, জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে। ১০ অক্টোবর থেকে ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ফলে সারা দেশে ব্যাপক ব্ল্যাকআউট হয়েছে। তাই পুতিনের সঙ্গে আলোচনার জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই।
ইউক্রেনে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে জেলেনস্কির এ তথ্য জানালেন।
স্থানীয় কর্তৃপক্ষের মতে, মঙ্গলবার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার হামলার পর ইউক্রেনের কমপক্ষে তিনটি শহর বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে নিশ্চিত করেছে যে, দেশটির সামরিক বাহিনী ইউক্রেনের ‘বিদ্যুৎকেন্দ্রে’ উচ্চ-নির্ভুল হামলা শুরু করেছে।