ইউক্রেনে আরও ভারী অস্ত্র পাঠাতে ন্যাটোর ইঙ্গিত
ইউক্রেনে আরও ভারী অস্ত্রশস্ত্র পাঠানোর বিষয়ে পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন যে তার আশা অদূর ভবিষ্যতে অস্ত্র সরবরাহের এই ধারা অনেক বাড়বে।
ইউক্রেনের পূর্ব-মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর আবাসিক এলাকায় রাশিয়ার হামলায় ৩০ জন নিহত হওয়ার পর গতকাল রোববার ট্রান্সআটলান্টিক সামরিক জোটের প্রধান স্টলটেনবার্গ এই মন্তব্য করলেন। ইউক্রেনজুড়ে পরিচালিত ওই হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়।
জার্মান দৈনিক হ্যানডেলসব্লাটকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, ‘ভারী যুদ্ধাস্ত্র সরবরাহে সাম্প্রতিক প্রতিশ্রুতিগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমি আশা করছি অদূর ভবিষ্যতে অস্ত্র সরবরাহ আরও বাড়বে।’
কিয়েভের জন্য অস্ত্র সরবরাহ কাজের সমন্বয়ের লক্ষ্যে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের আগে এ ধরনের মন্তব্য করলেন ন্যাটো মহাসচিব। জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশে ন্যাটো জোটের মার্কিন বিমানঘাঁটি রামস্টেইনে ইউক্রেন প্রতিরক্ষা বিষয়ক যোগাযোগ গ্রুপের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউক্রেনে আরও ভারী অস্ত্রশস্ত্র সরবরাহের বিষয়ে জার্মানির অবশ্যই অগ্রসর হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে রয়েছি। আমরা দেখছি রক্তক্ষয়ী সংঘর্ষ। এ কারণে যুদ্ধে জয়ী হওয়ার জন্য ও একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের পরিচয় ধরে রাখার জন্য ইউক্রেনে আমাদের অস্ত্র সরবরাহ করাটা জরুরি।’
এদিকে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি আরও ভারী অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশ সন্ত্রাসবাদকে একমাত্র যুদ্ধক্ষেত্রেই থামানো সম্ভব। রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, ‘এর জন্য আমাদের কী দরকার? আমাদের দরকার হলো সহযোগীদের ওয়্যারহাউসে যে অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো।’