ইউক্রেনে ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে রাশিয়া
রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইউক্রেনে সামরিক আইন জারির পরিকল্পনা
ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে সামরিক আইন জারি করার জন্য তাঁর জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন।
সামরিক আইন জারির বিষয়ে সিদ্ধান্ত নিতে কাউন্সিল শিগগিরই জরুরি বৈঠকে বসবে বলে ধারণা করা হচ্ছে।