ইউক্রেনে জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান
মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রীসহ দুটি সি-১৩০ উড়োজাহাজ ইউক্রেনে পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে এ সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। খবর সিএনএনের।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নুর খান বিমানঘাঁটি থেকে উড়োজাহাজগুলো ইউক্রেনের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় সেখানে উপস্থিত মেহমুদ কুরেশির জানান, ইসলামাবাদে ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে তাদের ত্রাণ সামগ্রী পাঠিয়ে সহযোগিতা করা হয়েছে।
মানবিক সহায়তার হিসেবে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, জেনারেটর, সাবান, হ্যান্ড ওয়াশ, ওষুধ ও প্রক্রিয়াজাত খাবার।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ইউক্রেনের সুসম্পর্ক দীর্ঘ দিনের। এরই ভিত্তিতে পাকিস্তান এ সাহায্য পাঠিয়েছে। তিনি আরও বলেন, ‘ইউক্রেনে উদ্ভূত পরিস্থিতি আলোচনা ও কূটনৈতিকভাবে সমাধান হবে’ বলে পাকিস্তান আশা করছে।
উল্লেখ্য, পাকিস্তান গত ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল।
সে সময় জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধ নিয়ে তাঁর দেশ ‘গভীরভাবে উদ্বিগ্ন’। পাকিস্তান বারবার ‘উত্তেজনা প্রশমন এবং নতুন করে আলোচনার ওপর জোর দিয়ে আসছে’ বলেও জানিয়েছিলেন তিনি।
এর আগে ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানানোর জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়ে যৌথ চিঠি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে ও জাপান।