ইউক্রেনে দুই মার্কিন স্বেচ্ছাসেবক যোদ্ধা নিখোঁজ
রুশ বাহিনীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক যোদ্ধা হিসেবে ইউক্রেনে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন দুই মার্কিন নাগরিক। তাঁদের নাম আলেকজান্ডার ড্রুক (৩৯) ও অ্যান্ডি হুইন (২৭)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার পরিবারের সদস্যেরা জানিয়েছে, তাঁরা শত্রু বাহিনীর হাতে ধরা পড়ে থাকতে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁরা পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি মিশনে ছিলেন।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের তুসকালোসার বাসিন্দা আলেকজান্ডার ড্রুক এবং একই অঙ্গরাজ্যের হার্টসেলের বাসিন্দা অ্যান্ডি হুইন পরিবারের সঙ্গে ৮ জুন সর্বশেষ যোগাযোগ করেছিলেন। এরপর থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।
পরিবার এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, আলেকজান্ডার ড্রুক ও অ্যান্ডি হুইনকে রুশ সেনারা আটক করেছে কি না, তা নিশ্চিত নয়।
অ্যান্ডি হুইনের বাগদত্তা জয় ব্ল্যাক টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘পররাষ্ট্র দপ্তর থেকে এ মুহূর্তে আমরা আনুষ্ঠানিকভাবে যা জেনেছি, তা হলো—অ্যান্ডি ও অ্যালেক্স নিখোঁজ। এর বাইরে নিশ্চিত হওয়ার জন্য আমাদের কাছে আর কোনো তথ্য নেই।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্য করার রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি।
যদি এ দুজনকে বন্দি করা হয়, তবে তাঁরাই হবেন প্রথম নিশ্চিত হওয়া মার্কিন নাগরিক যারা ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর প্রতিবেশীকে আক্রমণ করার নির্দেশ দেওয়ার পর বন্দি হিসেবে বিবেচিত হবেন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, যদি প্রতিবেদনগুলো সত্য হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ফিরিয়ে আনার জন্য ‘যথাসাধ্য চেষ্টা করবে’।