ইউক্রেনে প্রতিদিন কতজন রুশ সৈন্য মারা যাচ্ছে, জানেন কি?
চলতি মাসেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ। আরও কতদিন এই যুদ্ধ চলবে তা নিরূপণ করা সম্ভব হচ্ছে না। এমনকি যুদ্ধে কার আধিপত্য বেশি তা নিয়েও ধূম্রজাল রয়েছে।
এই যুদ্ধে এখন পর্যন্ত কোন দেশের কত জন সৈন্য মারা গেছে তা নিয়েও রয়েছে দ্বন্দ্ব। তবে ইউক্রেনের দাবি, চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারির প্রতিদিনে ৮২৪ জন করে রুশ সৈন্য মারা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের তথ্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, যুদ্ধের প্রথম সপ্তাহ থেকে যেকোনো সময়ের চেয়ে এই মাসে ইউক্রেনে বেশি সংখ্যায় রাশিয়ান সৈন্য মারা গেছে। প্রতিদিন মারা যাচ্ছে ৮২৪ জন করে সৈন্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরিসংখ্যানটি তুলে ধরেছে। তবে, এটি স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।
ইউক্রেনের তথ্যানুসারে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এক লাখ ৩৭ হাজার ৭৮০ জন রুশ সৈন্য মারা গেছে। এর মধ্যে শুধু চলতি মাসে গড়ে প্রতিদিন ৮২৪ জন করে যাচ্ছে। এই সংখ্যা গত জুন ও জুলাইয়ের চারগুণ। ওই দুই মাসে প্রতিদিন ১৭২ জন করে রুশ সৈন্য মারা গিয়েছিল।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে রুশ সৈন্যরা বেশ তোড়জোড় শুরু করেছে। স্থল ও আকাশ পথে হামলা বাড়িয়েছে তারা। এর মধ্যেই রুশ সৈন্যদের মৃত্যুর খবরটি এলো।
গত সপ্তাহে ইউক্রেনের সদ্য পদ হারানো প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেছিলেন, ‘২৪ ফেব্রুয়ারি অর্থাৎ আগ্রাসনের এক বছর উপলক্ষে নতুন করে হামলা শুরু করবে রাশিয়া।’ তবে, লুহানস্ক ও দোনেৎস্কের ইউক্রেনপন্থী গভর্নররা বলছেন, ইতোমধ্যে হামলার রেশ বাড়িয়েছে মস্কো। পূর্বের শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিতে বেশ লড়াই করছে দুপক্ষ।
সম্প্রতি রুশ সৈন্যদের মৃত্যুর হার বেশি বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রশিক্ষিত কর্মী ও সমন্বয়ের অভাবসহ বিভিন্ন কারণে এমনটা হচ্ছে বলে ধারণা তাদের। এমনকি ক্ষতির হারে ইউক্রেনও পিছিয়ে নেই বলেও জানিয়েছে তারা।