ইউক্রেনে বিপজ্জনকভাবে কমছে অক্সিজেনের মজুদ
চলমান সংকটের কারণে ইউক্রেনে কোভিড-১৯ ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দরকারি অক্সিজেনের মজুদ বিপজ্জনকভাবে কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান পিরিস্থিতির কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশের অন্যান্য শহরে কারখানা থেকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ কারণে অক্সিজেনের মজুদ শেষ হয়ে যেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পোল্যান্ডের মাধ্যমে অক্সিজেনের জরুরি চালান পেতে কাজ করছে তারা। তবে, অক্সিজেন সরবরাহ পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থানে আছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস এবং ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে এসব কথা বলেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউক্রেনের বেশ কয়েকটি উৎপাদন কেন্দ্র জিওলাইটের ঘাটতির মুখোমুখি হচ্ছে। যা নিরাপদ মেডিকেল অক্সিজেন তৈরিতে গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক পণ্য। এ ছাড়া, বিদ্যুৎ ঘাটতির কারণে হাসপাতালের পরিষেবাগুলোও হুমকির মুখে আছে।