ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার
ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন রুশ কর্মকর্তা। ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে অন্তর্ভুক্ত করা হলে সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে বলে দিয়েছেন রুশ কর্মকর্তা। বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে রয়টার্স।
৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ১৮ শতাংশ পর্যন্ত অধিগ্রহণের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর দ্রুত-ট্র্যাক সদস্যপদ পাওয়ার জন্য একটি আশ্চর্য বিড ঘোষণা করেন। যদিও ইউক্রেনের জন্য পূর্ণ ন্যাটো সদস্যপদ পাওয়া এখনও অনেক দূরের বিষয়। কারণ, জোটের ৩০ সদস্যদের তাদের সম্মতি দিতে হবে। এর আগে বৃহস্পতিবার হুঁশিয়ারি দিল রুশ কর্মকর্তা।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভকে উদ্ধৃত করে টিএসএস বলেছেন, ‘কিয়েভ ভালোভাবে জানে, এই ধরনের পদক্ষেপের অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোনো।’
নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের ডেপুটি ও পুতিনের শক্তিশালী মিত্র ভেনেডিক্টভ জানান, ‘তিনি ইউক্রেনের আবেদনটি প্রোপাগান্ডা বলে মনে করেন। কারণ, পশ্চিমারা ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার পরিণতি বুঝতে পেরেছিল। এ ধরনের পদক্ষেপ যে আত্মঘাতী, ন্যাটো সদস্যরা নিজেরাই তা বুঝতে পারে।’