‘ইউক্রেন যুদ্ধের ওপর নির্ভর করছে ইউরোপের ভবিষ্যৎ’
মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেছেন, ইউক্রেনের যুদ্ধ কীভাবে শেষ হয় তার ওপর নির্ভর করছে ইউরোপের ভবিষ্যৎ। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি।
নিকু পোপেস্কু বলেন, ‘আমি মনে করি সমগ্র মহাদেশের ভবিষ্যৎ ইউক্রেন, দেশটির রাজনৈতিক ব্যবস্থা, স্থিতিস্থাপকতা বজায় রাখার ক্ষমতা; এই বিষয়গুলোর ওপর নির্ভর করে।’
রাশিয়ার ব্যাপারে ইউক্রেনের পাশাপাশি মলদোভারও অস্বস্তি রয়েছে। ১৯৯০ সালে মলদোভা থেকে ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলের একতরফা স্বাধীনতা ঘোষণা করে সেখানকার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। যদিও এটি ঘোষণা পর্যন্তই থেকে যায়।
এই ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলের অবস্থান আবার ইউক্রেন সীমান্তে। ফলে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযানে উদ্বেগ বেড়েছে মলদোভার। দেশটির সাবেক আইনমন্ত্রী অ্যালেক্সান্দ্রু তানাসের মতে, ‘ইউক্রেনের পতন হলে মলদোভা নিয়ে ছক কষবে রাশিয়া।’