ইউক্রেন যুদ্ধে সাবেক ব্রিটিশ সেনা নিহত
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর পক্ষে লড়াইয়ের সময় সাবেক এক ব্রিটিশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। মার্চে ব্রিটিশ বাহিনী ছেড়ে ইউক্রেন সফরে যান জর্ডান গ্যাটলি।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কে লড়াইয়ে নিহত হয়েছেন সাবেক এ ব্রিটিশ সেনা সদস্য। কয়েক দিন ধরে শহরটিতে মারাত্মক লড়াই চলছে।
নিহত জর্ডান গ্যাটলিকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁকে ‘একজন বীর’ আখ্যা দিয়েছেন তাঁর বাবা।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেনে নিহত ব্রিটিশ নাগরিকের পরিবারকে সহায়তা করা হচ্ছে। খবর রয়টার্সের।
জর্ডান গ্যাটলির বাবা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তাঁর ছেলে স্থানীয় বাহিনীর প্রশিক্ষণে সহায়তা করছিলেন। তিনি আরও জানান, শহরটি রক্ষার লড়াইয়ে সম্মুখ যুদ্ধে প্রাণঘাতী গুলিবিদ্ধ হন জর্ডান আর শুক্রবার তাঁদের ছেলের মৃত্যুর খবর জানানো হয়। ‘সতর্ক বিবেচনার পর’ জর্ডান গ্যাটলি ইউক্রেনে গিয়েছিলেন বলেও জানান তিনি।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক এক টুইট বার্তায় জর্ডান গ্যাটলিকে ‘সত্যিকার বীর’ আখ্যা দিয়েছেন। তিনি লেখেন, ‘আমরা সব সময় ইউক্রেন এবং মুক্ত বিশ্বের সুরক্ষায় তাঁর অবদান মনে রাখব’।