ইউক্রেন যুদ্ধ অগ্রহণযোগ্য ও অযৌক্তিক : গুতেরেস
ইউক্রেনে চলমান যুদ্ধকে অগ্রহণযোগ্য এবং ‘একবিংশ শতাব্দীতে অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধপীড়িত ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের ধ্বংসপ্রাপ্ত শহর ও জনপদগুলো পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব।
কিয়েভ শহরের উত্তর-পশ্চিমের বোরোদিয়াঙ্কায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুতেরেস। কিয়েভের অদূরের বুচা শহরে সফরের সময় একটি গির্জার পেছনের গণকবরের জায়গায় যান তিনি। খবর বিবিসির।
সেখানে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘এখানে এলে আপনি অনুভব করবেন একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং জবাবদিহিতার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ।’
‘আমি আন্তর্জাতিক অপরাধ আদালতকে পূর্ণ সমর্থন করি। রাশিয়ান ফেডারেশনকে আইসিসির (আন্তর্জাতিক অপরাধ আদালত) সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। কিন্তু যখন আমরা যুদ্ধাপরাধের কথা বলি তখন যেন ভুলে না যাই যে সবচেয়ে খারাপ অপরাধ হলো যুদ্ধ নিজেই।’
অ্যান্তোনিও গুতেরেসের সফর করা জায়গাগুলো মার্চ মাসে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার সেনাদের দখলে ছিল। সেখানে ব্যাপক বোমা ও গোলাবর্ষণ ছাড়াও বেসামরিক লোকজনের ওপর হত্যাযজ্ঞ চলেছে বলে ইউক্রেনের অভিযোগ।
রুশ সেনারা চলে যাওয়ার পরে সেখানে পথেঘাটে মানুষের মৃতদেহ ছাড়াও কিছু গণকবর পাওয়া গেছে। সব মিলিয়ে রাজধানীর উপকণ্ঠের শহরগুলোতে অন্তত বেশ কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।