ইউক্রেন সীমান্ত বরাবর রুশ সৈন্যদল : পুতিনকে বাইডেনের সতর্কবার্তা
অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের সীমান্ত বরাবর হঠাৎ করে রাশিয়ার সৈন্য জড়ো করা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে এ কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
বাইডেন-পুতিনের মধ্যকার ফোনালাপের সার সংক্ষেপে হোয়াইট হাউস বলেছে, জো বাইডেন রাশিয়াকে ইউক্রেন সীমান্ত অঞ্চলে উত্তেজনা হ্রাস করতে বলেছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও বলা হয়, ফোনালাপে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির ওপর জো বাইডেন জোর দেন। তবে, হোয়াইট হাউসের ওই বিবৃতিতে জো বাইডেনের এই মন্তব্যের বিষয়ে ভ্লাদিমির পুতিন কী প্রতিক্রিয়া জানিয়েছেন, তা উল্লেখ করা হয়নি।
অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে যে, ইউক্রেন সম্পর্কে ভ্লাদিমির পুতিন তাঁর দৃষ্টিভঙ্গি বাইডেনকে ব্যাখ্যা করেছেন। তবে, সুনির্দিষ্টভাবে আর কিছু জানায়নি ক্রেমলিন।
এদিকে বাইডেন-পুতিনের টেলিফোন সংলাপ নিয়ে সরকারি মন্তব্যের পর হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই মনে করছি যে, রাশিয়ার সঙ্গে সম্পর্কটা চ্যালেঞ্জের হবে। আমরা দুই নেতার মুখোমুখি আলোচনার আগে এ মুহূর্তে কেবল প্রাথমিক পর্যায়ে রয়েছি।’
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামনে যে একাধিক বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনার জন্য ওজ বাইডেন তৃতীয় একটি দেশে যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছেন।