ইউরোপে ফের গ্যাস সরবরাহ কমাচ্ছে রাশিয়া
রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য তারা তাদের মূল পাইপলাইন দিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গ্যাস সরবরাহ আবারও ব্যাপকভাবে হ্রাস করতে যাচ্ছে।
গ্যাজপ্রম বলেছে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের আরেকটি টারবাইন বন্ধ করার কারণে গ্যাসের দৈনিক উৎপাদন ২০ শতাংশ হ্রাস পেতে পারে, এতে বর্তমান সরবরাহ অর্ধেক হয়ে যাবে।
এতে ইইউভুক্ত দেশগুলোর জন্য শীতের আগে তাদের জ্বালানি ভাণ্ডার ফের পূরণ করা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে জানিয়েছে বিবিসি।
নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়। কয়েক সপ্তাহ ধরেই এ পাইপলাইন দিয়ে সক্ষমতার চেয়ে অনেক কম গ্যাস সরবরাহ করা হচ্ছে আর চলতি মাসের প্রথমদিকে রক্ষণাবেক্ষণের জন্য এটি ১০ দিন পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।
গত বছর রাশিয়া তাদের গ্যাসের ৪০ শতাংশ ইইউকে সরবরাহ করেছে। কিন্তু এবার রাশিয়া জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ ইইউয়ের।
জার্মানির সরকার বলেছে, গ্যাস সরবরাহ সীমিত করার প্রযুক্তিগত কোনো কারণ নাই।
এদিকে, মস্কোর এ সিদ্ধান্তের পর একে ইউরোপের বিরুদ্ধে ‘গ্যাস যুদ্ধ’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।