ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগ
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর পদত্যাগের পরপরই ইতালীয় শেয়ারের দাম তীব্রভাবে কমে গেছে।
এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপীয় স্টকগুলোকে চাপের মধ্যে রেখে বিনিয়োগকারীরা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রথম সুদের হার বৃদ্ধির অপেক্ষায় ছিল।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদন বলছে, দেশটিতে সেপ্টেম্বর অথবা অক্টোবরে আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।
কেপলার চেওভ্রেক্সের অর্থনৈতিক এবং ক্রস-অ্যাসেট কৌশলের প্রধান আরনাউড গিরুড বলেছেন, ‘বিষয়টি ইতিবাচক যে, এই সংকট যে ধাপে শুরু হয়েছে, সে বিষয়ে বিনিয়োগকারীরা এরই মধ্যে খুবই সতর্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ যে, এটা থেকে উত্তরণে ইসিবি নীতি নির্ধারণ করছে। অন্যথায়, ইতালিয়ান ব্যাংকগুলো বর্তমানের তুলনায় অবশ্যই আরও দুর্বল হবে।’