ইন্দোনেশিয়ায় মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আজ শনিবার (১১ মার্চ) সকাল থেকেই অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে আগ্নেয়গিরির সাত কিলোমিটার এলাকাজুড়ে গরম মেঘ ছড়িয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা। খবর রয়টার্সের।
লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি বলছে, জাভার যোগিয়াকার্তা শহরে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ পর্যন্ত লাভা আগ্নেয়গিরির দেড় কিলোমিটারের আশেপাশে ছড়িয়ে পড়েছে।
আগ্নেয়গিরির গর্তের তিন থেকে সাত কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ বিপজ্জনক এলাকার বাসিন্দাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সতর্ক করেছে।
দুই হাজার ৯৬৩ মিটার উঁচু মেরাপি ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, আগ্নেয়গিরিটির আশপাশের এলাকা থেকে এখনও কোনো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে ইন্দোনেশিয়ার অবস্থান। অন্য যেকোনো দেশের চেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে দেশটিতে। ২০১০ সালে সর্বশেষ মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। ওই সময় ৩৫০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।