ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৬ জনের মৃত্যু, আহত ৭০০
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৫৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭০০ জন। স্থানীয় সময় আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়। খবর বিবিসির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি।
ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির প্রধান সুহরিয়ানতো বলেছেন, ‘সিয়ানজুর আঞ্চলিক হাসপাতালে ৫৬ জন মৃত এবং প্রায় ৭০০ জন আহত লোক রয়েছে। ধসে পড়া ভবনের আঘাতে অনেকেই আহত হয়েছে।’
সংস্থাটি জানিয়েছে, সিয়ানজুরের আশপাশে বেশ কয়েকটি ভূমিধসের খবর পাওয়া গেছে। একটি ইসলামিক বোর্ডিং স্কুল, একটি হাসপাতালসহ কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে।