ইমরানকে বিরোধী দলের নেতা হিসেবে স্বাগত জানাব : জারদারি
অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ নিয়ে সৃষ্ট পাকিস্তানের রাজনৈতিক সংকট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কিছুটা হলেও কেটেছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আগামীকাল শনিবার অনাস্থা প্রস্তাবে ভোট হবে পার্লামেন্টে।
সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন আছে দাবি করে বিরোধীরা এরইমধ্যে সরকার গঠনের স্বপ্ন দেখা শুরু করেছেন। এর মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি ইমরান খানকে পার্লামেন্টে বিরোধী দলের নেতা হিসেবে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের রায়ের পর এক বিবৃতিতে আসিফ আলী জারদারি এ কথা জানান। খবর জিও টিভির।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়ে যে আদেশ দিয়েছেন তা সংবিধানের লঙ্ঘন হয়েছে।
বিবৃতিতে জারদারি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা হিসেবে স্বাগত জানাব।’
জারদারি বলেন, ‘শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খান বিরোধী দলের নেতায় পরিণত হবেন। তখন আমি তাকে স্বাগত জানাব।’
পাকিস্তানের সাবেক এ প্রেসিডেন্টের আশা, বিরোধী দলের নেতা হিসেবে ইমরান খান গণতান্ত্রিক ভূমিকা পালন করবেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।
বৃহস্পতিবার রাত ১১টা ৪৯ মিনিটে টুইটারে তিনি বলেন, ‘আমি শুক্রবার মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছি। আমাদের সংসদীয় কমিটির বৈঠকও ডাকা হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেব। জাতির কাছে আমার বার্তা—আমি সব সময়েই পাকিস্তানের জন্য শেষ বল পর্যন্ত খেলেছি, এবং ভবিষ্যতেও খেলবো।'