ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের আগে ‘খোঁজ নেই’ ৫০ মন্ত্রীর!
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা-প্রস্তাবে ভোটাভুটির দিন ঘনিয়ে আসছে। আর, ঠিক এ সময়ে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের অন্তত ৫০ জন মন্ত্রীকে জনসমক্ষে দেখা যাচ্ছে না বলে পাকিস্তানের গণমাধ্যমের খবর।
পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, অর্ধশতাধিক কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রীকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
এর আগে গত শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে শোনা গেলেও শেষ পর্যন্ত স্পিকার অধিবেশন মুলতুবি করে দেন। এতে ঘর গোছানোর কিছুটা সময় পান ইমরান খান। কিন্তু, এবার পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে—জাতীয় ও প্রাদেশিক স্তরে থাকা ৫০ মন্ত্রী ও পরামর্শদাতাদের সম্প্রতি জনসমক্ষে দেখা যায়নি। তাঁদের মধ্যে রয়েছেন ২৫ জন কেন্দ্রীয় ও প্রাদেশিক পরামর্শদাতা ও স্পেশাল অ্যাসিস্টেন্ট। এর মধ্যে চার জন প্রদেশের মন্ত্রীও। এ ছাড়া আরও প্রদেশের ১৯ জন স্পেশাল অ্যাসিস্টেন্ট এবং চার জন পরামর্শদাতাও আছেন।
তবে, কেন্দ্রীয় স্তরে এখনও মন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ এখনও পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন।
এদিকে, গত শুক্রবার ইমরানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব হওয়ার কথা থাকলেও দিনক্ষণ পিছিয়ে ২৮ এপ্রিল করা হয়েছে। জানা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শরিক দল মুত্তাহিদা কউমি মুভমেন্ট (এমকিউএম) ও পাকিস্তান মুসলিম লিগ-কায়েদের (পিএমএল-কিউ) সঙ্গে যোগাযোগ করেছেন। এরপরই জানা যায় যে, মুত্তাহিদা কউমি মুভমেন্টের এক প্রতিনিধি দল ইমরান খানের সঙ্গে দেখা করবে।
এ ছাড়া পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর—বহু পিটিআই পার্লামেন্ট সদস্য অনাস্থা প্রস্তাবে ইমরান খানের বিরুদ্ধে ভোট দেবেন।