ইমরান খানের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। প্রধানমন্ত্রীর দপ্তরের দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইমরান খানের ওপর অনাস্থা প্রস্তাবে ভোট নিয়ে আজ শনিবার পাকিস্তানের পার্লামেন্টে দিনভর তুমুল উত্তেজনা বিরাজ করছে।
গত সপ্তাহে অনাস্থা ভোট প্রায় ঠেকিয়ে দিয়েছিলেন ইমরান খান। প্রেসিডেন্টের আদেশে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। পরে গত বৃহস্পতিবার এসে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে ৯ এপ্রিল (আজ শনিবার) পার্লামেন্ট অধিবেশনের আদেশ দেন।
আজ শনিবার সকালে পার্লামেন্টের অধিবেশন বসলেও হট্টগোলের মুখে দফায় দফায় তা বিরতি নেয়। চতুর্থবারের মতো বিরতি শেষে এশার নামাজের পর রাত সাড়ে ৯টায় অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে ১০টায় আবার পার্লামেন্ট বসার কথা থাকলেও তা বিলম্বিত হচ্ছে। শিগগিরই তা শুরু হবে এবং রাত ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।