ইরানের ৮ ব্যক্তি ও এক টেলিকম প্রতিষ্ঠানের ওপর ইইউর নিষেধাজ্ঞা
ইরানের আট ব্যক্তি ও এক টেলিকম প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মানবাধিকার লঙ্ঘনের দায়ে আজ সোমবার (২৪ এপ্রিল) রাতে নতুন করে এই নিষেধাজ্ঞা দেয় তারা। খবর রয়টার্সের।
নিষেধাজ্ঞা দিয়ে ইইউ বলেছে, ভিন্নমত দমনে ও ইরানিদের ওপর নজরদারি করতে দেশটির সরকারকে টেলি যোগাযোগ প্রতিষ্ঠান আরিয়ানটেল সহায়তা করে আসছে। এ জন্যও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এদিকে, নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের এক আইনপ্রণেতাও। দেশটির এলিট বাহিনী রেভল্যুশনারি গার্ড করপোরেশনের (আইআরজিসি) বিনিয়োগ সংক্রান্ত ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আইআরসিজিতেও রয়েছেন ওই আইনপ্রণেতা।
এক বিবৃতিতে ইইউ বলছে, এ পর্যন্ত ইরানের ২১১ ব্যক্তি ও ৩৫ প্রতিষ্ঠান বা সংস্থা আমাদের কালো তালিকায় রয়েছে।
নতুন নিষেধাজ্ঞার ফলে কালো তালিকায় থাকা ব্যক্তিরা ইউরোপে কোনো দেশে প্রবেশ করতে পারবে না। এমনকি, ইউরোপে থাকা তাদের সম্পদ ফ্রিজ করা হবে। এ ছাড়া ইউরোপের কোনো কোম্পানি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অর্থ সহায়তা করতে পারবে না।
ইইউর ওই বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন ও সংগঠনটির সদস্যরা ইরানকে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন না করতে আহ্বান জানায়। একইসঙ্গে ভিন্ন মতের লোকদের স্তব্ধ করতে নির্বিচারে আটকে রাখা বন্ধ করতে এবং অন্যায়ভাবে আটক সকলকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়।
এতে আরও বলা হয়, আটককৃত বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের মতো সাজা না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ ছাড়া আটককৃতদের তাদের আইনি কার্যক্রম চালানোর জন্য সমস্ত সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানাচ্ছি।