ইরানে করোনা ঠেকাতে গুজবে ‘অ্যালকোহল পান করে মৃত্যু’
ইরানে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে একদিনে ৪৯ জনের প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪ জনে। এর মধ্যেই করোনাভাইরাস ঠেকাতে গুজব ছড়িয়ে পড়েছে ইরানের বিভিন্ন জায়গায়। এর ফলে বেশ কয়েকজন ইরানি অ্যালকোহল পানের পর বিষক্রিয়ায় হাসপাতালেও ভর্তি হয়েছেন। কারো কারো ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালের কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।
হাসপাতাল কর্মকর্তা শাহিন শাদনিয়া গত শুক্রবার ইরানি বার্তা সংস্থা মেহেরকে বলেন, ‘অনেকেরই ভুল বিশ্বাস রয়েছে যে, অ্যালকোহল পান করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব। কিছু ক্ষেত্রে মিথানল সমৃদ্ধ বিষাক্ত অ্যালকোহল পান করে মৃত্যুর ঘটনাও ঘটেছে।’
অনেক ক্ষেত্রে অ্যালকোহল বিষক্রিয়ার ফলে স্থায়ীভাবে অন্ধত্ব, মস্তিষ্কের ক্ষতি বা হার্ট অ্যাটাকও হতে পারে।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং ইরানের জাতীয় ইনফ্লুয়েঞ্জা কমিটির সদস্য মাসউদ মারদানি আধা-সরকারি বার্তা সংস্থা আইএলএনএকে জানান, প্রতিদিনই বিষাক্ত মদপানের ঘটনায় তেহরানের লোগাম হাসপাতালে দু-তিনজন ভর্তি হচ্ছেন।
১৯৭৯ সালের পর থেকে ইরানে অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটির অনেকেই ঘরে বসে অ্যালকোহল পান করেন।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউরোপের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে তেহরান। এর মধ্যেই গত শুক্রবার ফাতিমা রাহবার নামের ইরানের এক সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মির মোহাম্মদির মৃত্যু হয়েছিল। এ ছাড়া গত ২৭ ফেব্রুয়ারি ভ্যাটিকান নগরীতে দায়িত্ব পালন করা ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরো শাহির মৃত্যু হয়েছিল। ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এ ছাড়া আক্রান্তদের তালিকায় রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট, স্বাস্থ্যবিষয়ক উপমন্ত্রী ছাড়াও ২৩ জনের বেশি পার্লামেন্ট সদস্য।