ইরানে চলমান বিক্ষোভে ৫৮ শিশুর প্রাণহানি
ইরানে পুলিশের হেফাজতে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে গত দুই মাসে ৫৮ শিশু নিহত হয়েছে। তাদের বেশ কয়েকজনের বয়স ৮ বছরের কম। ইরানের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট (এইচআরএ) এ দাবি করেছে। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়, নিহত ৫৮ শিশুর মধ্যে ৪৫ জন ছেলে ও ১২ মেয়ে রয়েছে, যাদের বয়স ১৮ বছরের নিচে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শুধু কুর্দিস্তান প্রদেশেই নিহত হয়েছে ১২ শিশু।
এদিকে, গত কয়েক দিন সরকারবিরোধী বিক্ষোভে কুর্দি শহরে বড় ধরনের ধরপাকড় চলছে বলে রোববার উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। পশ্চিম ইরানের মাহাবাদ শহরে রাতভর ব্যাপক গুলি, চিৎকারের ছবি ও অডিও অনলাইনে ছড়িয়েছে।
বিক্ষোভ-সহিংসতার ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, শত্রুরা পরাজিত হয়েছে। তারা ইসলামী সরকারের পতন ঘটাতে পারেনি। কিন্তু তারা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল নিচ্ছে। এখন শ্রমিক ও নারীদের বিভিন্ন শ্রেণির মানুষকে উস্কে দিতে চাচ্ছে।
উল্লেখ্য, মাশা আমিনির মৃত্যুর ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে ৮০টিরও বেশি শহরে।