ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর চড়াও দাঙ্গা পুলিশ
শিক্ষার্থীদের বিক্ষোভের পর ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে দুই সপ্তাহেরও বেশি আগে শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত থাকায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর আলজাজিরার।
রোববার বিকেলে রাজধানীর শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ভেতরে ছাত্ররা বিক্ষোভ করছিল। এ সময় দাঙ্গা পুলিশ কয়েক ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয় ঘেরাও করে ছাত্রদের আটকে রাখে। সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমিতির দাবি—সেখান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অনেকে আহত হয়েছেন।
মাহসা আমিনির মৃত্যুর পর তাঁর নিজ শহর পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের সাক্কেজে ১৭ সেপ্টেম্বর শুরু হয বিক্ষোভ। পরে তা তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে ছড়িয়ে পরে। এখন বিশ্বের অনেক দেশে এ নিয়ে প্রতিবাদ চলছে।
ইরানের নৈতিক পুলিশ কয়েকদিন আগে আমিনিকে গ্রেপ্তার করে। পরেপর তাদের হেফাজতে ১৬ সেপ্টেম্বর মারা যান তিনি। পুলিশের অভিযোগ—আমিনি ইরানের ‘নম্র’ পোশাকের কোড বা নিয়ম অনুসরণ করেননি।
ইরানের রাষ্ট্র-চালিত আইআরএনএ সংবাদ সংস্থার ওয়েবসাইট বলেছে যে, শরীফ বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার সময় কেউ নিহত হয়নি।