ইসরায়েলি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, সন্দেহে ইরান
ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ইসরায়েলি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে যাওয়ার পথে গতকাল শনিবার সন্ধ্যায় হামলার শিকার হয়।
ইসরায়েলি টিভি চ্যানেল এন ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ হামলার জন্য ইরানকে সন্দেহ করছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেল এন ১২-এর প্রতিবেদনে বলা হয়, ওই জাহাজে হামলার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া জাহাজটিও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এবং হামলার পরই সেটি চলা শুরু করে।
ঘটনার পরই এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে লেবাননের ইরান সমর্থিত চ্যানেল আল মায়াদিন। ইরানের সংবাদমাধ্যমগুলো এ খবর ঘটা করে প্রচার করেছে।
এদিকে কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও দেশটি দাবি করেছে, হামলার সময় ওই জাহাজে কোনও ইসরায়েলি ক্রু ছিল না।
এ হামলা নিয়ে ইসরায়েল ও আরব আমিরাতের পক্ষ থেকে কোনও মন্তব্য পায়নি রয়টার্স।