ইসরায়েলি টেলিভিশনে সরকারের সমালোচনা, ইরানে লেখকের মৃত্যুদণ্ড
ইরানের লেখক ও চিত্রকর মেহেদি বাহমানকে গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানের একটি ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। গত এপ্রিল মাসে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল–১৩–কে একটি সাক্ষাত্কার দিয়েছিলেন মেহেদি। ওই সাক্ষাৎকারে তিনি তেহরানের শাসনের সমালোচনা করেছিলেন এবং ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন। খবর এএফপি ও ভয়েস অব আমেরিকার।
পুলিশ হেফাজতে গত সেপ্টেম্বরে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর পর ইরানে বিক্ষোভ শুরু হয়। সরকারবিরোধী এই বিক্ষোভ ক্রমে ব্যাপক আকার ধারণ করেছে। এর মধ্যেই মেহেদির মৃত্যুদণ্ডের বিষয়টি সামনে এসেছে।
মেহেদি তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি গ্রেপ্তার হওয়ার ভয় করেন না। কিন্তু তাঁর সাক্ষাৎকার প্রচার হওয়ার পর গত অক্টোবরের শেষ দিকে তাঁকে গ্রেপ্তার করে ইরানি কর্তৃপক্ষ।
চলমান বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এরই মধ্যে ১১ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। আর দুজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ডিসেম্বরে মহসেন সেকারি ও মাজিদ রেজা রাহনাভার্দ নামের দুই বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হয়।
এছাড়া তিন মাসের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে অংশ নেওয়ায় কয়েক’শ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১০০ জনের বেশি বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে মানবাধিকার সংস্থাগুলো।