ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের ফুটবলার নিহত
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের ২৩ বছর বয়সি এক ফুটবলার নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হন। বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিনের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানিয়েছে, দুপক্ষের সংঘর্ষ চলাকালে ফুটবলার আহমেদ দারাঘমেহ গুরুতর আহত হন। তিনি পার্শ্ববর্তী তুবাস শহরের বাসিন্দা। ফিলিস্তিনের গণমাধ্যম জানায়, দারাঘমেহ পশ্চিম তীরের ফুটবল দল থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন। আরবি ভাষার জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট কুউরা চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে দারাঘমেহের নাম শীর্ষ স্থানে রেখেছে। তিনি এ মৌসুমে ছয় গোল দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, এ ফুটবলার আদৌ সংঘর্ষে অংশ নিয়েছিলেন কি-না, তা পরিস্কার নয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, নাবলুসের যেসব ফিলিস্তিনি তাদের দিকে গুলি ও বিস্ফোরক ছুড়ছিল, তারা তাদের গুলি করেছে। গাজায় ফিলিস্তিনি গ্রুপ হামাস বলছে, দারাঘমেহ তাদের সদস্য। তবে গ্রুপটি তাঁর সংঘর্ষে অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করতে পারেনি।
চলতি বছর ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষে প্রায় দেড়শ ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে, ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছেন আরো ৩১ জন।