ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্রথম বিদেশ সফরে আরব আমিরাত যাবেন
ইসরায়েলের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ তাঁর প্রথম বিদেশ সফরে সংযুক্ত আরব আমিরাতে যাবেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
আগামী ২৯ থেকে ৩০ জুন দুই দিনের আরব আমিরাত সফরে দেশটির রাজধানী আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করবেন ইয়ায়ির লাপিদ। ইসরায়েলে নতুন ক্ষমতায় আসা আটদলীয় জোটে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দীর্ঘ দিনের রীতি ভেঙে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান।