ইসরায়েলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত
ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
সোমবার স্থানীয় সময় রাতে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই ইসরায়েলে বিমান বাহিনীর তদন্ত শুরু হয়েছে।
হেলিকপ্টারে থাকা তৃতীয় ক্রু আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাহিনীর প্রধান আমিকাম নরকিন সব প্রশিক্ষণ ফ্লাইট স্থগিত ও প্যানথার হেলিকপ্টারের ব্যবহার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।